বিনোদন ডেস্ক: মা দিবসে মাকে নিয়ে অনুভূতির কথা জানালেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যে মানুষটাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন পর্যন্ত ভালোবাসা যায়। আজকে আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করতে পেরেছি; তার সবকিছুর পেছনে রয়েছে আমার মায়ের অবদান৷ তোমায় অনেক বেশি ভালোবাসি মা।’ আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে সবাই পালন করছে মা দিবস। এদিকে মিম অভিনীত ‘অন্তর্জাল’ ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। ইন্টারনেট রহস্যময় জড়ত নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তি পাবে কোরবানির ঈদে।
Leave a Reply