সংবাদ ডেস্ক: গত দুই বছর তিন মাসে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪২ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৬শ ৪০ টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি বিজিবি’র কুষ্টিয়া সদর দফতরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে দুই জেলার প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ মাদকদ্রব্য প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। জব্দ মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সেক্টর সদর দফতরের কমান্ডার কর্নেল এমারত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক (পিএসসি পরিচালক) লে. কর্নেল মো. আরিফুল হক। কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭ বিজিবি) কোয়াটার মাস্টার (ভারপ্রাপ্ত) ও সহকারী পরিচালক জিয়াউর রহমান, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক পারভিন আক্তার, মেহেরপুর গাংনী উপজেলা সহকারি কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদফতর পরিদর্শক আবুল হাসেম, মেহেরপুর পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত প্রতিনিধি এসআই আবদুর রাজ্জাক। কর্নেল এমারত হোসেন এই কার্যক্রম সম্পর্কে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। ২০২১ সালের ১৬ জুলাই থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে উপরে উল্লেখিত মাদকগুলো জব্দ করা হয়। যেখানে রয়েছে কুষ্টিয়া থেকে ১৫ হাজার ৫৩৬ বোতল এবং মেহেরপুর জেলা থেকে ৪ হাজার ৬৫৩ বোতল ফেনসিডিল, কুষ্টিয়া থেকে ২০ হাজার ৩৯৯ বোতল এবং মেহেরপুর থেকে ৩ হাজার ৩১৯ বোতল বিদেশি মদ, কুষ্টিয়া থেকে ৫৭৭.৬০ কেজি এবং মেহেরপুর থেকে ৮৯.৭ কেজি গাজা, কুষ্টিয়া থেকে ০.১০৫ কেজি হেরোইন, কুষ্টিয়া থেকে ১ লাখ ৮ হাজার ৫৬৪ পিস এবং মেহেরপুর থেকে ১ হাজার ৬৭৭ পিস ইয়াবা, কুষ্টিয়া থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৪০ পিস এবং মেহেরপুর থেকে ৬০৮ পিস ভায়াগ্রা, কুষ্টিয়া থেকে ৪৪ হাজার ৬৫০ পিস এবং মেহেরপুর থেকে ২২ হাজার ৯৬৭ পিস গরু মোটাতাজা করণ ট্যাবলেট, কুষ্টিয়া থেকে ৮৩ হাজার ৯৪৬ প্যাকেট এবং মেহেরপুর থেকে ১২৮ প্যাকেট ভারতীয় বিড়ি।
Leave a Reply