স্পোর্টস ডেস্ক : মধুর প্রতিশোধ বুঝি এরেই বলে। পৃথিবীটা যে গোল সেটাই যেন আবার করে দেখালেন আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে কাঁদিয়েছিল এই ক্রোয়েশিয়া। তাদেরকে গ্রুপ পর্বে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দলে আর্জেন্টিনা হয়েছি গ্রুপ রানার্সআপ এবং সেকেন্ড রাউন্ডে খেলে ফ্রান্সের সাথে। সেখানেই বিশ্বকাপ যাত্রার সমাপ্ত হয় মেসির। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ক্রোয়েশিয়া। সেই ক্রোয়েশিয়াকে এবার বিশ্বকাপের সেমিফাইনালে সেই একই ব্যবধানে হারালো আর্জেন্টিনা। এবার মেসি ও আলভারেজ ম্যাজিকে ক্রোয়েটদের তিক্ত হার উপহার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল স্কালোনির আর্জেন্টিনা।
Leave a Reply