স্পোর্টস ডেস্ক: ব্রাজিল তাদের ৫ম বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপানে। প্রথমবারের মত সেবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল এশিয়াতে। দ্বিতীয়বারের মত এশিয়া অঞ্চলে হওয়া বিশ্বকাপে তাই ফেবারিট হিসেবেই খেলতে নামবে ব্রাজিল। কাতারে হওয়া বিশ্বকাপে অংশ নিতে অবশেষে রওনা দিয়েছে পুরো ব্রাজিল দল। গেল এক সপ্তাহ পুরো স্কোয়াড নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে অনুশীলন সম্পন্ন করেছে ব্রাজিল। দলটির কোচ তিতে এবার বেশ আশাবাদী বিশ্বকাপ জয়ের ব্যাপারে। তলের প্রাণভোমড়া নেইমারও রয়েছেন দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে উড়োজাহাজে বসে পুরো স্কোয়াড এক ফ্রেমে বন্দী হন। সেটি দলের ডিফন্সের মূল কারিগর থিয়াগো সিলভা মোবাইলের ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেন। অন্যান্য দলগুলি যেখানে আরো আগেই কাতার চলে এসেছে সেখানে ব্রাজিল বেশ দেরিতেই আসছে বলা চলে। এর কারণ অবশ্য আছে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। প্রথম ম্যাচে তারা খেলবে ইউরোপিয়ান জায়ান্ট সার্বিয়ার বিপক্ষে। গ্রুপ জি-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড।
Leave a Reply