স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই পদত্যাগের ঘোসনা দিলেন ইতালি কোচ রবার্তো মানচিনি। সে সঙ্গে ইতালির কোচ হিসেবে উত্থান-পতনের একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটালেন তিনি। কোচ হিসেবে ইতালিকে ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতালেও ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন মানচিনির হঠাৎ পদত্যাগের বিষয়টি জানিয়ে ছোট একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, গত রাতেই হঠাৎ করেই পদত্যাগের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন কোচ। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে তারা। সেপ্টেম্বরের ১০ এবং ১২ তারিখে নর্থ মেসেডোনিয়া এবং ইউক্রেনের বিপক্ষে ইউরো ২০২৪ এর বাছাই পর্বের ম্যাচ রয়েছে ইতালির। তার আগেই নতুন কোচ নির্ধারণ করতে হবে তাদের।
Leave a Reply