সংবাদ ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ইতোমধ্যেই অতীতের মৃত্যু ও আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু জ্বরে ৩৯৬ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন সর্বমোট ৭৯ হাজার ৫৯৮ জন। যা ২০২২ সালের সারা বছরের ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু থেকেও বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে ডেঙ্গুর সংক্রমণ ঘটলেও, যথাযথ উদ্যোগ গ্রহণ না করায় ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠেছে। ইতোপূর্বে ডেঙ্গু রাজধানী কেন্দ্রিক থাকলেও বর্তমানে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।
Leave a Reply