সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে ঢাকার সাভার পৌর এলাকাসহ বেশ কিছু স্থানে আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাসের সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ৭ জুন বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটপাড়া, জলেশ্বর, রাজাসন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংক টাউন, ব্যাংক কলোনি, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান, এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Leave a Reply