সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টা সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা সম্পন্ন হয়।সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।এ সময় সাভার উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সভায় সনাতন ধর্মালম্বিদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ঢাকা-১৯ আসনের এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব আইন-শৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালিন সময়ে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটে, সে বিষয়ে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্যোগে সাভার উপজেলার প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে চাল বিতরন করা হয়েছে বলেও জানাযায়। এছাড়া ও মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা এবং হকার পূর্নবাসনের বিষয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, চাদাবাজি, ভূমিদস্যুতা নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্সে ভুমিকা রাখার নির্দেশ প্রদান করা হয় এই সভা থেকে। এ সময় অন্যান্যের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, সাভার উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, আশুলিয় ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর, আমিন বাজার ইউপি চেয়ারম্যান ও আমিন বাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি রকিব আহম্মেদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখ সহ অনেকেই।
Leave a Reply