সংবাদ রিপোর্ট: সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সভায় প্রধান অতিধি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মহাসড়ক নিরাপত্তা বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সমবায় অফিসার মোঃ রুহুল আমিন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, মোঃ সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক, সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ সাভার উপজেলার কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply