সংবাদ রিপোর্ট: সাভারে ইনডোর গেমস টুয়েন্টি ফোর টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে সাভারে। ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাভার সিটিজেন ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদির, সাভার পৌরসভার সাবেক কাউন্সিল ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য নজমুল হুদা শাহীন, তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। ক্লাব সাধারণ সম্পাদক আলমগীর কবিরের উপস্থাপনায় সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন আলী আব্বাস মানিক ও গীতা পাঠ করেন অমর চাঁদ মন্ডল। আয়োজিত এ টুর্ণামেন্টে ক্লাবের বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্লাবকে আগামী দিনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি ক্লাব সদস্যদের নানান বিষয়ে প্রশ্নের উত্তর দেন। পরে ক্লাবের আয়োজনে কাওয়ালী নাইট পরিবেশিত হয়।
Leave a Reply