সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে অভিযান পরিচালনা করে ১০০৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব মাদক দ্রব্য রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে এই এলাকায় বিক্রি করা হতো। ৬ নভেম্বর রবিবার সকাল ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশিদ। এর আগে দিবাগত গভীর রাতে আমিনবাজার চিশতিয়া পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ লমরি গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৮)। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পেটের ভিতর করে ইয়াবার চালান এনে সাভারে বিক্রি করতেন।অপরজন হলেন-রাজবাড়ি জেলার পাংশা থানার সোনাপুর গ্রামের মো.আজিজের ছেলে বাবুল মিয়া (৩৬)। এই বাবুল মিয়ার সহায়তায় শফিকুল মাদকের চালনা এনে সাভারের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে হালকা গোলাপী রঙের পাতলা পলিথিন কাগজে মোড়ানে ১০০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই জনের মধ্যে একজন টেকনাফ থেকে মাদক আনার কাজ করতো। একই সাথে অপরজনের যোগ সাজশে ওসব বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে এর আগেও তেজগাঁও থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। এব্যাপারে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ হারুন ওর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৬ নভেম্বর রবিবার তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply