সংবাদ রিপোর্ট : সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডের অদূরে একটি হাউজিং কোম্পানীর দখলদারদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। যমযম নূর বিল্ডার্স নামের একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে স্থানীয় হিন্দুদের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পুরানো হলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ২৩ আগস্ট বুধবার সকালে হেমায়েতপুরের পাশে আলমনগর সুগন্ধা হাউজিংয়ের সীমানা ঘেষা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারী খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য লোকজন নিয়ে অস্থায়ী সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করে যমযম নূর বিল্ডার্স। এ সময় এলাকাবাসী তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে যমযম নূর বিল্ডার্সের লোকজন মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস দাবি করেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩ শতাংশ জমি যমযম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকর্ডিও জমির মালিক হওয়া সত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। তার দাবি, খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে জমজম নূর বিল্ডার্স। যদিও যমযম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ দাবি করেছেন, এগুলো সব আমাদের জমি। আমাদের জমিতে আমরা সীমানা প্রাচীর দিচ্ছি। অন্যের জমিতে আমরা কাজ করছি না। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply