সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অবস্থিত বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ভেতর একটি জঙ্গল থেকে রয়েল সরকার (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর রবিবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ডিজাইন ওয়্যার লিমিটেড কারখানার সামনের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরী রয়েল সরকার কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ওই প্রতিষ্ঠানের ভেতরে থেকেই নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন। সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ভোরে হলমার্ক গ্রুপের ভেতরে জঙ্গলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, হলমার্কের বন্ধ কারখানার ভেতরে থেকেই নিহত ওই ব্যক্তি নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে জুয়া খেলার সময় দ্বন্দ্বের জেরে তাকে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়েছে। এঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। হলমার্ক গ্রুপের দায়িত্ব পালনকারী জিএম রাজু আহমেদ বলেন, রাতে ওই ভবনটিতে আমাদের নিরাপত্তা প্রহরীরা থেকে পুরো এলাকায় দায়িত্ব পালন করতেন। এছাড়া আামদের এখানে আনসার ক্যাম্পও রয়েছে। তবে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারছিনা। এঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।
Leave a Reply