সংবাদ রিপোর্ট: সাভারে এক পরিবহন ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় নিহত সাহাবুদ্দিন এর স্তী প্রক্রিয়া বেগম চেয়ারম্যান রাজীব ও ইউএনও মাজহারুল ইসলামের পায়ে পরে বিলাপ করতে থাকে। বিক্ষোভ মিছিলে নিহতের পরিবার, আত্মীয় স্বজন ছাড়াও কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসী জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় পরিবহন ব্যবসায়ী শাহাব উদ্দিন ও মুসাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে যাদুরচর এলাকার শীর্ষ সন্ত্রাসী রকিবুর ইসলাম ফয়সাল ও তার সন্ত্রাসী বাহিনী। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি পরিবহন ব্যবসায়ী শাহাব উদ্দিনের মৃত্যু হয়।পরিবহন ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে উপজেলা চত্বরে বিক্ষোভএঘটনায় নিহতের পরিবার শীর্ষ সন্ত্রাসী ও হত্যাকারী রকিবুল ইসলাম ফয়সালকে প্রধান আসামী করে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার দুপুরে হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে উপজেলা পরিষদ চত্বরের সামনে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। তারা উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সাথে দেখা করে আসামীদের দ্রুত গ্রেপ্তারে হস্তক্ষেপ কামনা করেন। শীর্ষ সন্ত্রাসী ও হত্যাকারী ফয়সালকে গ্রেপ্তার না করলে ভুক্তভোগীরা কঠোর কর্মসুচী দেওয়ার ঘোষনা দেন বিক্ষোভ মিছিল থেকে। এলাকাবাসী অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার দ্রুত ফাঁসির দাবি জানান সরকারের কাছে। এদিকে হত্যাকারী ফয়সাল এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত পোষ্ট করে আতঙ্ক সৃষ্টি করছেন। এদিকে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব ৪ বলছে,এই মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply