সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের সুরুচি হোটেলের সামনে পুরাতন ওভারব্রিজের পূর্ব পাশে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান আতা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাদের মোল্লার সঞ্চালনায় এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জমাদার, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য এমএ কাশেম। সাভার উপজেলা ও পৌর হকার্স লীগের ত্রি -বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি জাকির হোসেন, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলার অন্তর্গত সকল ইউনিটের নেতা-কর্মীরা। সম্মেলনে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কাদের মোল্লা। বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এর নাম ঘোষণা করা হয়।
Leave a Reply