সংবাদ রিপোর্ট সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) শেখ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন৷ এরআগে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের নাজিরপুর জেলা সাহেব আলী শেখের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দ্রুতগামী পরিবহনের ধাক্কায় রাস্তায় ফেলে দিলে ঘটনাস্থলেই নিহত হন। পরে হাইওয়ে পুলিশ জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) শেখ হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। দিনভর চেষ্টার পর সন্ধ্যার দিকে পিবিআই এর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে৷ নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply