সংবাদ রিপোর্ট: সাভারে দুই’শ বছরের পুরানো সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। ২৫ মার্চ শনিবার সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগনদীর তীরে কুমারবাড়ি এলাকায় শ্মশানে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসুচীতে প্রায় শতাধিত সনাতন ধর্মাবলম্বী অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে এসময় শ্মশানের কমিটির সভাপতি নিত্যবাবু জানান, বেশ কিছু দিন ধরে ওই শ্মশানের মাটি কেটে তুরাগ নদীর পাড় বড় করছিলেন বিআই ডব্লিউটিএর লোকজন। যার ফলে শ্মশানটি নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় হিন্দু ধর্মাবলম্বীরা শনিবার মানববন্ধন করেন। এসময় তারা দুই’শ বছরের এই পুরাতন শ্মশান রক্ষার দাবি জানান সরকারের কাছে।
Leave a Reply