সংবাদ রিপোর্ট: সাভারে শতভাগ জন্মনিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন করায় শিশুর পিতা/মাতাদের অভিনন্দন সমাবেশ ও শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে এ সময় ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply