সংবাদ রিপোর্ট: সাভারে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সাভারের গেন্ডা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম (৫০) সাভার পৌর এলাকার কাতলাপুর পালপাড়া মহল্লার হায়দার আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিহত আসমা ও তার স্বামী হায়দার আলী মানিকগঞ্জ থেকে সাভারের কাতলাপুরের নিজ বাসায় ফেরার পথে সাভারের গেন্ডা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে হেটে রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস আসমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ক্ষুব্ধ জনতা মানিকগঞ্জ থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসকে আটক করে। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এবং ঘটনার সময় উত্তেজিত জনতা সেলফি পরিবহনের একটি বাস আটক করেছে। তবে বাসের চালকের দাবি তিনি এই দূর্ঘটনার সাথে জড়িত নয় তাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
Leave a Reply