সংবাদ রিপোর্ট: অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সাভার উপজেলা প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সাভার উপজেলা প্রশাসন, সাভার উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সচেতন নাগরিক কমিটি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাভার মডেল থানা পুলিশ, সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি সহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ । একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামকে সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সাভার উপজেলা প্রশাসন, সাভার উপজেলা আওয়ামী, সাভার টেলিভিশন রিপোর্টাস ইউনিটি, সাভার উপজেলা ছাত্রলীগ, সচেতন নাগরিক কমিটি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাভার মডেল থানা পুলিশ সহ স্থানীয় বিভিন্ন সংগঠন ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply