সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে একটি ব্রিজের নিচে জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক পঁচিশ বছর। ২৮ ডিসেম্বর বুধবার সকালে আমিনবাজারের ভাঙা ব্রিজের নিচে জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ওই এলাকায় একটি জঙ্গলে এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply