সংবাদ রিপোর্ট : বিশ্ব নদী দিবস-২০২২ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদ-নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধকরণ সম্পর্কিত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহনকারীরা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় যোগ দেন। র্যালিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ অনেকে। আয়োজিত আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, নদীর অবৈধ দখল, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে উদ্যোগ গ্রহনের কথা জানান। নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসেবে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে সাভারে নদ-নদীর দূষণকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও দূষণ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহারসহ বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইড ও সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ। অন্যদিকে নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দেশের নদী রক্ষার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য সভা, সমাবেশ, কর্মশালা, প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ‘বিশ্ব নদী দিবস’ উদযাপনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় নদী বন্দরগুলোতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।
Leave a Reply