সংবাদ রিপোর্ট: সাভারের রাজাশন এলাকা থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী। ১৪ মার্চ মঙ্গলবার সকালে সাভার পৌরসভার রাজাশন নির্মল মার্কেট এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির প্রাণীটি বর্তমানে স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল গোমেজ ব্রাইটের বাড়িতে রয়েছে। বিপন্ন প্রজাতির এ প্রাণী একনজর দেখতে এলাকার মানুষ উজ্জ্বল গোমেজের বাড়িতে ভিড় করছে। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল গোমেজ ব্রাইট বলেন, রাজাশন নির্মল মার্কেটের পাশেই আমাদের বাড়ি। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ঘুম উঠে আমাদের বাড়ির পাশের একটি কাঠাল গাছে একটি অদ্ভুত প্রাণী দেখতে পাই। পরে বাচ্চারা একটি লাঠি দিয়ে প্রানীটিকে খোঁচা সেটি নিচে নেমে আসলে আমরা দৌড়ে গিয়ে সেটিকে ধরে ফেলি। পরে সেখান থেকে প্রাণীটিকে এনে একটি খাঁচায় আটকে রাখা হয়েছে। প্রাণীটির সামনের একটি পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে। রাতে কুকুরের তাড়া খেয়ে আহত অবস্থায় এখানে এসে আশ্রয় নেয় প্রাণীটি। বর্তমানে এটি আমার বাড়িতেই আছে। তিনি আরও জানান, গন্ধগোকুল উদ্ধারে সাভার সেনানিবাসের মিনি অরণ্যালয় (চিড়িয়াখানা) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের লোকজন আসছে। গন্ধগোকুলটি তাদের হাতে তুলে দেওয়া হবে। গন্ধগোকুল এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও এটি পরিচিত। গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।
Leave a Reply