সংবাদ রিপোর্ট: সাভারে ইউসুফ আলী নামে ওয়ারেন্টভুক্ত এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১২ মার্চ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।১৩ মার্চ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।গ্রেফতার মো. ইউসুফ আলীর বাড়ি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে। তার বাবার নাম এরফান মোল্লা। তিনি সাভার থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন। ওসি দীপক চন্দ্র সাহা বলেন ইউসুফ আলীর বিরুদ্ধে পূর্বে দায়ের করা দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে রবিবার রাতে তাকে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply