সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় ঢাকা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের বাসার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলা দায়ের করেছে পুলিশ। সাব ইন্সপেক্টর মুখলেসুর রহমান বাদী হয়ে ৩১ আগস্ট বুধবার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে এ মামলা নথিভুক্ত করেছে সাভার মডেল থানা। মামলায় আটককৃত ২৯ জনসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাভার পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের বাসার সামনে পুলিশের পূর্ব অনুমতি ছাড়া জমায়েত ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পুলির ঘটনাস্থল থেকে তিনটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
Leave a Reply