1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

সাভারে ফেসবুক প্রতারনা বেড়েছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভারে ‘ফেসবুক প্রতারনা’ দারুণভাবে বেড়েছে। ৫ জানুয়ারির পরিবর্তিত প্রেক্ষাপটে ভুয়া আইডির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব ভুয়া আইডি থেকে ইচ্ছেমতো সাজানো ও মনগড়া আপক্তিকর পোষ্ট করা হচ্ছে। পোষ্টটি তারা অন্যসব ভুয়া আইডি থেকে ওইসব পোষ্ট শেয়ার ও কমেন্টস করছে। সাধারণ মানুষকে বিব্রত করতে এসব ভুয়া আইডিতে ভুয়া প্রোফাইল পিকচার ও মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে। মূলত প্রশাসনকে বিভ্রান্ত করে নিরীহ লোকজনকে হয়রানি করতে এসব আইডি ব্যবহারকারীরা তৎপর হয়ে উঠেছে। কুৎসা রটিয়ে রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্নজনকে হয়রানি ও প্রতারনার মাধ্যমে টাকা হাতানোই তাদের উদ্দেশ্য। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এসব আইডির ব্যাপারে খোঁজখবর করছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানান, সাভারে নানবিধ অপরাধের মধ্যে প্রতারনা বেড়েছে অস্বাভাবিকভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি থেকে গুজব ছড়িয়ে এবং অপপ্রচার চালিয়ে লোকজনকে হয়রানি করছে। টাকা নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোষ্ট ডিলিট করছে। এই চক্রের অনেকে থানায় ঘুরছে। সন্ধ্যার পর থানায় তাদের আনাগোনা বাড়ে। অনেকে নিজেকে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দিয়ে নানাবিধ প্রতারনা করে আসছে। তারা পুলিশ কর্মকর্তাদের ট্যাপে ফেলার ফন্দিফিকির করে থাকে। তারা বিভিন্ন মামলায় নিরীহ লোকজনের নাম কৌশলে ঢুকিয়ে দিচ্ছে। ফেসবুকে রটনো কুৎসার সূত্রে বিভিন্নজনকে অপরাধী সাজাতে মরিয়া হয়ে উঠেছে একাধিক চক্র। তারা থানায় গিয়ে সাজানো তথ্য দিয়ে পুলিশের কানভারী করতেও মরিয়া বলে জানা গেছে। ভুয়া আইডি ব্যবহারকারীদের ধরতে ও তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :