সংবাদ রিপোর্ট : সাভারে বিশেষ অভিযানে ২ টন ২ শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জানুয়ারী শুক্রবার সকাল এগারোটারদিকে সাভার মডেল থানা ওসি জুয়েল মিঞার নেতৃত্বে এসআই মোঃ কাদের শেখ ফোর্সসহ সাভার মডেল থানাধীন নামাবাজার কাঠপট্টি এলাকা হতে নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি কভার্ডভ্যানসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, মোঃ আশরাফ হাওলাদার (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ হাওলাদার, সাং-আন্দারমানিক, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে জামগড়া নরসিংহপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ ইউসুফ হাওলাদার (৩৫), পিতা-মৃত আজিজ হাওলাদার, সাং-গিলাবাদ, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে জিরানী বাজার, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও মোঃ রাজিব জমাদ্দার (৩২), পিতা-মৃত শহিদ জমাদ্দার, সাং-শাহাজিরা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, বর্তমানে জামগড়া নরসিংহপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের আটক করে। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধন/২০১০) এর ৬.ক লংঙ্গনের দায়ে ১৫(১) এর টেবিল ৪(ক) অনুযায়ী আসামীদের নিকট হতে সর্বমোট ২০,০০০/-টাকা জরিমানা করা হয় এবং আটককৃত নিষিদ্ধ পলিথিন জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
Leave a Reply