সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। ৬ মে শনিবার দুপুরে সাভারের ভাগলপুর এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সমাজের অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এ ঘোষনা দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, জনবহুল সাভার উপজেলা এখন গৃহহীন মুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপজেলায় যারা গৃহ ও ভূমিহীন ছিলো তাদের তালিকা করে সকলকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এখন এই উপজেলা গৃহহীন মুক্ত জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে প্রতিমন্ত্রী সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারে ঈদের কেনাকাটায় বিজয়ীদের মাঝে র্যাফেল ড্রর মাধ্যমে পুরুস্কার বিতরণ করেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply