সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতাররা হলেন— রাজধানী ঢাকার শাহআলী থানাধীন মিরপুর-১ প্রিয়াংকা হাউজিং মহল্লার মো. মনিরের ছেলে মো. মুন্না (২৩)। বর্তমানে তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার স্থানীয় আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন সিআরপি শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সময় গোপন সংবাদের ভিত্তিতে মোট ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন শিমুলতলা সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply