মোঃ শাহীন: সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে রাতের আধারে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। এঘটনায় ময়লার দুর্গন্ধে মানুষজন মহাসড়ক দিয়ে চলাচল করতে পারছে না। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মানুষজন নানান রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বিলামালিয়া মৌজার যাদুরচর এলাকায় রুবেল নামের এক ব্যক্তি মহাসড়কের পাশে বিভিন্ন এলাকার দুর্গন্ধ জনিত ময়লা রাতের আধারে ফেলেন। পরে সকালে মানুষজন ময়লা গুলো দেখে ক্ষোভে ফেটে পড়েন। ময়লার দুর্গন্ধে পথচারীসহ এলাকাবাসী টিকতে পারছে না। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মানুষজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসী অবিলম্বে ময়লা গুলো রাস্তার পাশ থেকে সড়িয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন। মহাসড়কের পাশে এমন ময়লার স্তুপ ফেলায় মহাসড়কের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কারা ময়লা গুলো ফেলেছে সেখানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply