সংবাদ রিপোর্ট: পিছিয়ে পরা বেদে সম্প্রদায়ের গৃহহীন লোকেদের জন্য সাভারে অবস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদোগ্যে নির্মিত উত্তরণপল্লীতে ২৭ জুলাই বুধবার দুর্যোগসহনীয় নতুন আরো ৪ টি ঘর হস্তান্তর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। ২৭ জুলাই বুধবার দুপুরে উত্তরণ ফাউন্ডেশনের স্বার্বিক সহায়তায় ও পাকিজা গ্রুপের অর্থায়নে সাভার সদর ইউনিয়নের বংশী নদীর পাড়ে উত্তরণপল্লীতে এই চারটি নবনির্মিত দুর্যোগ সহনীয় ঘর বুঝিয়ে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এর আগে এই পল্লিতে ৫০ টি ঘর দেওয়া হয়েছে। আজ পাকিজা গ্রুপের অর্থায়নে আরও ৪ টি ঘর প্রদান করা হলো। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আগামী সপ্তাহের মধ্যেই নতুন করে আরও ৩৫ টি ঘরের বরাদ্দ দেওয়া হবে। এসময় তিনি ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বেদে সম্প্রদায়ের ঠিকানার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের সভাপতি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবীবুর রহমান উপস্থিত বলেন, এই জায়গাটি অনেক নিচু ছিলো আমরা এখানে প্রায় দুই কোটি টাকার মাটি ফেলেছি। এরমধ্যে আপনাদের অনেকের সহযোগিতা রয়েছে, যেমন আমাদের মন্ত্রী মহোদয়ও ৩০লক্ষ টাকা দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। যদিও আমি এই কাজটি শুরু করেছি কিন্তু এর কৃতিত্ত সকলের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এখানকার সাংসদ ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের।তিনি বলেন, এর বাইরেও মুন্সিগঞ্জের লৌহজং এবং সিরাজদীখানে ২৫টি ঘর আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করে দিয়েছি। মানিকগঞ্জের হরিরামপুরেও ১৬৩টি বেদে পরিবার বসবাস করেন। তাদের কবরস্থান নেই, সেখানেও আমাদের ব্যক্তিগত অর্থায়নে আমি জায়গা কিনে কবরস্থান করে দিয়েছি। একই সাথে মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছি। এছাড়াও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যে ২৬ হাজার ঘর প্রদান উদ্ভোধন করেছেন তার মধ্যে আমার সুপারিশে বেদে সম্প্রদায়ের গৃহহীনদের মাঝে বরিশাল বাবুগঞ্জ জেলা ও ঝিনাইদহ কালিগঞ্জ জেলায় ৭১টি ঘর প্রদান করা হয়েছে।এছাড়া সুনামগঞ্জ ও শেরপুরসহ আরো কয়েকটি জেলার জন্য আমি সুপারিশ করবো মন্ত্রণালয়ে। ডিআইজি বলেন, আপনারা প্রশ্ন করবেন দেশের সব জায়গায় তো প্রশাসন রয়েছে। তাহলে তারা কেন পায়না, নাকি তাদের কে দিচ্ছেনা? আসলে তা নয় এই সম্প্রদায়ের লোকেরা তারা নিজেদেরকে ছোটজাত মনে করেন। তারা যে এই সরকার এবং এই দেশেরই মানুষ সেটি তারা নিজেরা বুঝেননা। এজন্য ঘরের জন্য বা নাগরিক সুবিধার জন্য যে ইউপি চেয়ারম্যান পর্যন্ত যেতে হবে সেটিই তারা সাহস পায়না। সেই সচেতনতা টুকুও তাদের মাঝে নেই আর সেটিই তাদের বড় সমস্যা। তিনি বলেন, আমরা সাভার থেকেই সেই আন্দোলন শুরু করেছি। এখানে তাদের জন্য কারিগরি ট্রেনিং সেন্টার রয়েছে। তারা সেখানে কম্পিউটার প্রশিক্ষণসহ নানা ট্রেনিং নেয়। আমাদের এখানে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রিও রয়েছে। যেখানে তারা প্রশিক্ষণ এবং কাজ করছেন। এখানে উপস্থিত পাকিজা চেয়ারম্যান রফিকুল ইসলামের অংশগ্রহণ আমাদের জন্য অলংকৃত করেছে। তিনি আমাদেরকে সামগ্রিক সহযোগীতা করার কথা দিয়েছেন। বেঁদেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি বলতে চাই আপনারা কেওই ছোটজাতের নন এদেশে। এদেশের জিনি স্বাস্বাধীনতা এনেছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সংবিধান দিয়েছেন। সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে দেশের সকল মানুষ সমান। সুতরাং ডিআইজি হিসেবে আমি যতটুকু আপনিও ততটুকু এক্ষেত্রে কারো সাথে কোন পার্থক্য করবেন না। যারা করতে চান তাদেরকেও আমি সবিনয়ে অনুরোধ করি আপনারা দয়া করে এমনটা করবেন না। আপনারা যারা আছেন এই এলাকায় প্রতিবেশী হিসেবে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলেই এই সম্প্রদায়ের লোকেদের সুন্দর ভাবে গ্রহন করেছেন এবং সহযোগীতা করছেন। সেটিই যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ঠিক তেমনি প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন বক্তৃতা এবং সংসদে পর্যন্ত কথা বলেন। তিনি সংসদে স্পেসিফিক ভাবে বেদে সম্প্রদায়ের নাম উল্লেখ্য করেন। সুতরাং আমরা আবারো বলতে চাই আপনারা কেও ছোটনা। তিনি বলেন, আপনারা নিজেরা নিজেদের যেই অবস্থান সেই অবস্থান কে বুঝতে শিখবেন। আপনাদের যেই অধিকার সেটি আদায় করে নেয়ার জন্য যেখানে যা করার দরকার সেটুকু করবেন। সেটি যেন হয় সুষ্ঠু ও বৈধভাবে। আমরা আপনার পক্ষে আছি সরকারও আপনার পক্ষে আছে এমনকি মন্ত্রী মহোদয়ও পক্ষে আছেন।এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সাভার পৌর মেয়র আব্দুল গণি, পাকিজা গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ খান, সাভার পৌর যুবলীগের নেতা শেখ সাইদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply