1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২

সংবাদ রিপোর্ট: “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত সাভারেও নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ পালিত হয়েছে। ২৪ জুলাই রবিবার সকালে সাভারে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হতে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে র‍্যালীটি একই স্থানে এসে শেষ হয়। উপজেলা কনফারেন্স রুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্ যাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সায়েমুল হুদা, সাভার মডেল থানার অফিসার ইনর্চাজ কাজী মাঈনুল ইসলাম, সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, উপজেলার সেরা মৎস্য চাষী মোঃ মাসুম পাড়ভেজ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বের তৃতীয় মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশ, আমরা সকলের সম্মিলিত প্রচেস্টায় বিশ্বে প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ ছাড়া বক্তারা আরও বলেন কলকারখানার দূষিত বর্জে সাভারের নদী-নালা খাল-বিলের পানি ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে, এই দূষনকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং নদীনালা খাল-বিল দূষণ মুক্ত করতে হবে। মাছ চাষের প্রধান প্রতিবন্ধকতা পুকুরে বিষ প্রয়োগে মাছ হত্যা, এই বিষয়ে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে জোর দাবি জানান উপজেলার সেরা মাছ চাষীরা।জাতীয় মৎস্য সপ্তাহ আলোচনা মধ্যে আরও ছিল, মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিন বাজার রাজস্ব সার্কলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার , ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা জিএস মিজানুর রহমান মিজান , সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে উপজেলার সেরা মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং সাভার মডেল থানা পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :