সংবাদ রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টির সাভার উপজেলা শাখার উদ্যোগে গত ১৫ আগস্ট সোমবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ মহল্লায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, মোঃ দেলোয়ার হোসেন খান মিলন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাজী হাসান মাহমুদ জলিল, জাতীয় পার্টির নেতা রুস্তম আলী মন্ডল, সাভার নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব, সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক কাজী আবুল হামিদ, সভাটি পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হামিদুর রহমান লাবলু।
Leave a Reply