1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

সাভারে খোলা বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে খোলা বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সারাদেশে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর ও নগরকোন্ডা এলাকায় এবং আমিনবাজার ইউনিয়নে খোলা বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মোঃ মূছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওএমএস ডিলার, স্থানীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় ক্রেতা ও জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামকে সাথে নিয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলার কৃষকদের মাঝে সার বীজ ও প্রদর্শনী উপকরণ বিতরণ করেন। প্রসঙ্গত: আজ থেকে প্রতিটি ওএমএস কেন্দ্রে টিসিবি’র কার্ডধারীদের এবং টিসিবি’র কার্ড নেই এমন সাধারণ মানুষদের প্রতিকেজি চাল ৩০ টাকা মূল্যে মাসে দু’বার পাঁচ কেজি করে মোট দশ কেজি চাল এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি মূল্যে ৩০কেজি চাল বিক্রয় করা হচ্ছে। ঢাকা বিভাগে (মহানগরীসহ) মোট ৭২৪টি বিক্রয় কেন্দ্রে চাল এবং আটা বিক্রয় করা হচ্ছে। এই কার্যক্রম রবিবার হতে বৃহস্পতিবার সপ্তাহে ৫দিন করে মাসে ২২দিন চলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :