সংবাদ রিপোর্ট: সাভারে অজ্ঞাত আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়,দুপুরে জয়নাবাড়ি এলাকার জাহাঙ্গীরের বহুতল ভবনের পাশে কলা গাছের সাথে অজ্ঞাত এক নারীর হাত পা বাধা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃওরা ওই নারীকে ধর্ষণের পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ছয়তলা থেকে মাটিতে ফেলে দিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। এবিষয়ে সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা বলেন,হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে আইন শৃক্সখলা বাহিনী। উল্লেখ্য সাভার ও আশুলিয়ায় মানুষ হত্যার মিছিল যেন কোন ভাবেই থামছে না একের পর এক হত্যাকান্ডসহ আইন শৃক্সখলার ব্যাপক অবনতি হওয়ায় স্থানীয়দের মাঝে দিন রাত উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।
Leave a Reply