সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা পিপিএম। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
জেলা পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো আবারও ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম। ২০২২ সালের ডিসেম্বর মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেন। সাভার মডেল থানায় যোগদানের পর থেকে বিশেষ সম্মাননাসহ এপর্যন্ত তিনবার ঢাকা জেলা পুলিশ সুপারের কাছ থেকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করেন তিনি। এর আগেও একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় অর্ধ ডজন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। গত বছরের নভেম্বরেও বিশেষ সম্মাননা পুরস্কার অর্জন করেন তিনি। এত অর্জনের পরেও মুখে সরলতার ছাপ।
পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয় ৷ এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷ গত বছরের ২৫ অক্টোবর তৎকালীন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের স্থলাভিসিক্ত হয়ে সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ভিন্ন এক রূপ দিয়েছেন দীপক চন্দ্র সাহা৷ সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি।
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আবারও নির্বাচিত হয়ে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর) মো. আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের দিকনির্দেশনা ও সাভার মডেল থানার সকল অফিসার ফোর্সদের সার্বিক পরিশ্রমের এ অর্জনকে সকলের জন্য উৎসর্গ করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম।
Leave a Reply