সংবাদ রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, সাভারে বসবাসকারী সকলের নিরাপত্ত্বা, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাভারের উন্নয়ন শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দেরই দায়িত্ব না। এ দায়িত্ব আমাদের সকলের। একটি সুন্দর সাভার বিনির্মাণে সাংবাদিকদের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে স্থানীয় বিএনপির একটি প্রতিনিধি দল ২ অক্টোবর বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি সাভার প্রেসক্লাবের ক্ষয়ক্ষতির অবস্থার দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবকাঠামো পুননির্মাণের সকল দায়িত্ব নেন। এ সময় তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার উপর গুরুত্ব দেন এবং যেকোনো ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানান। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় সাভার প্রেসক্লাব ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিদর্শন শেষে সাভার প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার ঊর্মি, বিএনপি নেতা আহসান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় স্থানীয় সাংবাদিকরা তাদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন এবং এই ধরনের হামলার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা শুধু মিডিয়া প্রতিষ্ঠান নয়, গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর আঘাত। ডা. সালাউদ্দিন বাবু তার বক্তব্যে আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রসক্লাব কতৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি সাংবাদিকদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা সমাজের সকলস্তরের মানুষের দায়িত্ব। আলোচনায় সভায় বিএনপি নেতৃবৃন্দও প্রেসক্লাবে হামলার ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রতি পূর্ণসমর্থন জানান।
Leave a Reply