1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সন্ত্রাসী চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি ঢাকা-১৯ নবনির্বাচিত সাইফুলের

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: উপস্থিত লোকজনের উদ্দেশে এমপি পদে নির্বাচিত সাইফুল বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসায় সাভার-আশুলিয়ায় আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আগামীতে এই আসনের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ৮ জানুয়ারি সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাভার জয়ী মুহাম্মদ সাইফুল ইসলাম। মন্ত্রী ও সাবেক সংসদ সদস্যকে (এমপি) পরাজিত করে চমক সৃষ্টি করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহাম্মদ সাইফুল ইসলাম। ভোটের পরের দিন সোমবার সকাল থেকেই আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সাইফুলকে শুভেচ্ছা জানাতে আসেন বিপুলসংখ্যক মানুষ। ওই সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। উপস্থিত লোকজনের উদ্দেশে এমপি পদে নির্বাচিত সাইফুল বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসায় সাভার-আশুলিয়ায় আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আগামীতে এই আসনের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ’তিনি বলেন, ‘সাভারের ব্যাংক টাউন, ব্যাংক কলোনি ও বেদে পল্লিসহ বিভিন্ন এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা যারা বাড়ি নির্মাণ নিয়ে চাঁদাবাজি এবং মানুষকে অত্যাচার করেছেন, তাদের সাবধান করে দিচ্ছি, আমি কাউকে ছাড় দেব না। আমার জীবনে আমি কখনও কোনো অন্যায়কারী ও সন্ত্রাসীদের সঙ্গে আপস করিনি।’ ঢাকা-১৯ আসনে ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ পান ৭৬ হাজার ২০২ ভোট। এ আসনের এমপি ত্রাণ প্রতিমন্ত্রী ও নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমান পান ৫৬ হাজার ৩৬১ ভোট। আসনটিতে সাত লাখ ৫৬ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে ২৯২টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ২২ হাজার ৬৫০ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :