সংবাদ রিপোর্ট: শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা পাশে রয়েছি বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। ৩০ জুন সোমবার বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই এখনকার শিক্ষার্থীরা জ্ঞান- বিজ্ঞানে শুধু সাভারের মুখকে বাংলাদেশে নয়, সারা বিশ্বে সাভারকে উজ্জ্বল করো। সাভারে শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা পাশে রয়েছি। সাভারে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে। সেকারণে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। সে কারণে মাদকমুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুন্দর একটি সাভার উপহার দিতে হবে। যেই সাভারে শিক্ষার্থীদের সুন্দর বিকাশ ঘটবে বলে জানান তিনি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাভারের সাবেক এমপি ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডন এসোসিয়েশনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু। এসময় কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের শিক্ষা ও কয়েক শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply