সংবাদ রিপোর্ট : ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হওয়ায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিনোদন পার্ক গুলোতে দর্শনার্থীদের ভিড় নেই বললেই চলে। পার্কগুলো দর্শনার্থী শুন্য হওয়ায় পর্যটন ব্যবসায় ধস নামার সম্ভবনা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের বলিয়াপুরে যমুনা ন্যাচারাল পার্ক, আশুলিয়ার বর্ণচ্ছটা পিকনিক স্পর্ট, ধামরাইর মহিশাষী এলাকায় মোহাম্মদী গার্ডেন ও আলার্দীনস পার্কে দশনার্থী হাতে গনা কয়েকজন। বৃষ্টির কারণে বিনোদন প্রেমীরা বাসা থেকে বের হতে পারছেন না। যার ফলে পার্কগুলো এখনো দর্শনার্থী শুন্য হওয়ায় লোকসান গুনতে হচ্ছে পার্ক কর্তৃপক্ষকে । এছাড়া এসব এলাকায় বৃষ্টিতে অনেক রাস্তা ঘাটে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পার্ক গুলোর কতৃপক্ষ বলছে, এবার কোরবানীর ঈদে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে জানিয়ে পার্ক গুলো দৃষ্টি নন্দন করার পাশাপাশি অনেক নতুন রাইড বসানো হয়েছে। যাতে করে বিনোদন প্রেমী মানুষেরা বাড়তি আনন্দ পান। কিন্তু বৃষ্টির কারণে মানুষজন পার্কে আসতে পারছে না বলেও বলেন তারা।
Leave a Reply