1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

বদলে গেছে সাভার শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
সংবাদ রিপোর্ট : সাভারের মহাসড়ক-দেয়ালের চিত্র শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। তাদের এই সৃজনশীল উদ্যোগে বিধ্বস্ত সাভারকে পুনরুর্জীবিত করতে মাঠে নেমেছেন কোমলমতি শিক্ষার্থীরা। ১২ আগস্ট সোমবার কালে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা-আরিচা মহাসড়ক ও দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা জনে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকছেন মনের মাধুর্য দিয়ে। ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সড়ক-মহাসড়ক ও দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনেও অংশ নেয়। শিক্ষার্থীদের রং তুলি আঁচড়ে দেয়ালগুলোতে যেন ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনার। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এইকাজে অংশ নিচ্ছেন ছোট বড় সকল বয়সী শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের সাভারটাকে আমরা আমাদের মনের মতন করে সাজাবো। কয়েকদিন আগেও যে দেয়ালগুলো বিভিন্ন পোস্টার দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ায় কারোর নজর যেত না, কিন্তু সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্যে আর দুর্নীতির বিরুদ্ধে ও  অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :