1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

ঢাকা জেলার শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা জহিরুল

  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: মাদক উদ্ধারসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মামামাল উদ্ধারের জন্য ঢাকা জেলার ডিবির শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হলেন জহিরুল ইসলাম। ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি মামলার রহস্য উদঘাটন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুরুস্কার ও সনদপত্র দেওয়া হয়। ঢাকা জেলার উত্তর ডিবিতে ২০২১ সনে যোগদান করার পর থেকেই একের পর এক বড় বড় মাদকের চালান উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এছাড়া তিনি বিভিন্ন ডাকাতি ঘটনার রহস্য উদঘাটনসহ ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, অক্লান্ত পরিশ্রমের কারণে এই পুরষ্কার সনদপত্র পেয়েছি। তিনি আরও জানান ডিবি পুলিশের সকল সদস্য মিলে যে কোন ঘটনার বিষয়ে আলোচনা করে একটি টিম তৈরী করে অভিযান পরিচালনা করেই এই সাফল্য এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :