সংবাদ রিপোর্ট : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর।
স্থানীয় সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রপতি সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন। সেখান ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। সেখান থেকে সরাসরি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি। আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টঙ্গীপাড়া যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।
Leave a Reply