আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় এক নারীসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। ১২ আগস্ট শনিবার দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার রায়ভোগ গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে মো. বাচ্চু মিয়া (৫২), ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার মৃত তাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া ওরফে আতিকুর রহমান (৩৮), ধামরাইয়ের গাওয়াইল এলাকার মৃত রাম প্রসাদ সরকারের ছেলে শ্রী বিনয় চন্দ্র সরকার (৫২) এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার আরটেকা এলাকার সবুজ মিয়ার মেয়ে আয়েশা খাতুন (২১)। তাদের মধ্যে বাচ্চু মিয়া ও আয়েশা খাতুন আশুলিয়ার কহিনুর গেট ও কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের চেষ্টাকালে নারীসহ চারজনকে আটক করে। এর মধ্যে বাচ্চুর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় আরো একটি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা কৌশলে ছিনতাই করে। বাসে উঠে যাত্রীর জিনিসপত্র কৌশলে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply