সংবাদ ডেস্ক: বিশ্বকাপ জয়ে বিজয়োল্লাসে মেতে উঠেছে বাংলাদেশের লাখো আর্জেন্টাইন সমর্থক। প্রিয় দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলের সফল সাবেক ক্রিকেট অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকে নিয়ে রাস্তায় বেরিয়ে উৎসবে মাতেন। আর্জেন্টিনার জয়ে মাশরাফি তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই। তার পোস্ট করা ভিডিওসহ অন্য এক ভিডিওতে দেখা যায়, মাথায় রুমাল বেঁধে রাস্তার ওপর ড্রাম বাজাচ্ছেন মাশরাফি। পাশে তার মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে চিৎকার করছেন। দূরে শোনা যাচ্ছিল আতশবাজির শব্দ।
Leave a Reply