1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

আমি এ ফলাফল মানি না: হিরো আলম

  • আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

 

সংবাদ ডেস্ক: বগুড়া ৪ ও ৬ আসনের উপ নির্বাচনে পরাজয়ের পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আলোচিত প্রার্থী হিরো আলম। ১ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট দেন তিনি। পোস্টে তিনি লিখেন- ‘আজ রাত ১০: ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবো আমার নিজ বাসায়। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না’। নির্বাচনে বগুড়া-৪ আসনে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ১৯ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ আসনে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এ আসনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে নৌকার প্রার্থী রাগেবুল হাসান বিপু বিজয়ী হয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। ওই নির্বাচনে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখনও কারচুপি, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। ২০১৮ সালে নির্বাচনে বিএনপি অংশ নেয়। ভোটে এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মহাজোট প্রার্থী একে এম রেজাউল করিম তানসেন (জাসদ ইনু) পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :