1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচয় মিলেছে আশুলিয়ায় পাওয়া মস্তকহীন খণ্ডিত নারীর মরদেহের ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি  সাভারে হত্যা মামলায় ওলামা লীগ নেতা ফয়েজ গ্রেপ্তার ধামরাইয়ে কলেজছাত্র হত্যায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আশুলিয়ায় কার্টুন বক্সে মিলল মাথাবিহীন তিন খন্ডিত নারীর মরদেহ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ডা. সালাউদ্দিন বাবু সাভারে যুবদল নেতা নয়ন হত্যায় মামলা: আসামি ডা. এনামসহ ৮, তদন্তে পিবিআই আশুলিয়ায় টানা ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক সচল প্রধান উপদেষ্টার কাছে আবেদন: মেট্রোরেল লাইন সাভার স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস দাবি

অরাজকতা ঠেকাতে আশুলিয়ার গার্মেন্টসে বিএনপি নেতাকর্মীদের পাহারা

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েকটি পোশাক তৈরি কারখানায় হঠাৎ করে শ্রমিক অসন্তোষকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) । কথিত সব দাবি আদায়ের নামে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। তারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। এ অবস্থায় সাভার-আশুলিয়া আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি কারখানার নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলের কারখানায় হঠাৎ করে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় একাধিক বৈঠক করেছে বিজিএমইএ। ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবনে এসব সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ সাবেক এমপি সালাউদ্দিনকে আমন্ত্রণ জানান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার সহযোগিতা চান। পরে দুইবারের এই সাবেক সংসদ সদস্য নবীনগর থেকে বাইপাইল, ডিইপিজেডসহ আশুলিয়া এলাকার সকল কারখানায় প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাহারার দায়িত্ব নেন। প্রতিটি কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ২০-২৫ জন করে নেতাকর্মী অবস্থান নেওয়া শুরু করেছে শুক্রবার থেকে। তারা কারখানা মালিকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করছেন। এর মধ্যে শনিবার বিএনপি’র কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় শ্রমিক সমাবেশ করেন ডা. সালাউদ্দিন। তখন তিনি বলেন, শ্রমিক পরিচয়ে যারা বিভিন্ন দাবি দাওয়া করছেন তার সবই যৌক্তিক নয়। হঠাৎ করে নতুন সব দাবি করার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে। পোশাক কারখানায় অস্থিতিশীলতা তৈরি করতে কিছু ঝুট ব্যবসায়র ইন্ধনে এসব হচ্ছে বলে তিনি মনে করেন। এসব ভাঙচুরের সঙ্গে প্রকৃত শ্রমিকরা নয় কিছু ভাড়াটে লোক জড়িত। বিএনপি’র হাইকমান্ডের নির্দেশে ৫ শতাধিক কারখানায় নিয়মিত পাহারা দিচ্ছেন নেতা কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চলবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। গত শনিবার বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, আলহাজ্ব কফিল উদ্দিন । প্রধান বক্তা ছিলেন শ্রমিকদল কেন্দ্র কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান ও ঢাকা জেলার বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী সাধারণ সম্পাদক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :