সংবাদ রিপোর্ট : সাভারে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে অভিযুক্ত রকিবুল কবির শিপনকে (৩১) গ্রেপ্তার করা হয়। শিপন উত্তর জামসিং এলাকায় মৃত নুরুজ্জামানের ছেলে এবং সাভারের ‘দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুল’র সাবেক শিক্ষক। বখাটে ধরনের হওয়ায় স্কুল কর্তৃপক্ষ প্রায় তিন মাস আগে তাকে স্কুল থেকে চাকরিচ্যুত করে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মাকসুদ উল্লাহ মামুন। সাভার মডেল থানার পরিদর্শক অপারেশন নয়ন কারকুন মামলার বরাত দিয়ে বলেন, গৃহশিক্ষক শিপন প্রায় ৬/৭ মাস ধরে ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। যা গোপনই ছিল। এরমধ্যে প্রায় আড়াই মাস আগে প্রাইভেট পড়াতে এসে ওই শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি এতো দিন গোপন থাকলেও সম্প্রতি শিপন ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। মান-ইজ্জতের ভয়ে ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি স্ট্যান্ডে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন ওই স্থানে থাকা টহল পুলিশ তাকে উদ্ধারের পর ধর্ষণের বিষয়টি সামনে আসে। পরে রাতেই পুলিশ ‘ধর্ষককে’ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওই শিক্ষার্থীর বাবা বলেন, ধর্ষক শিপন আমার প্রতিবেশী। আমার মেয়েকে প্রাইভেট পড়াতো, সেই সুযোগ নিয়েই আমার মেয়েকে সে ধর্ষণ করে। আমার মেয়ে এতো দিন ভয়ে কাউকে বলেনি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
Leave a Reply