আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে নিজ গর্ভধারণী মাকে কুপিয়ে হত্যার দায়ে মাদকাসক্ত সন্তান আওলাদ হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করে পুলিশ। ২৭ মে মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আওলাদ হোসেন (২৮) সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি এলাকার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিন এর ছেলে। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিকে ধরার জন্য এসআই হারুন অর রশিদ ও এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং আসামিকে ধরার চেষ্টা করি। পরবর্তীতে তাকে গাজীপুর জেলার কালিয়াকুর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামি আওলাদ হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করে। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজুসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ দিবাগত রাত আনুমানিক ৮.৪৫ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় জনৈক নেহাজ্জুদ্দিন বেপারীর বসত বাড়িতে ঘরের ভিতর মাদকের টাকার জন্য গর্ভধারণী মা সুফিয়া খাতুন (৬০) কে নিজের ছেলে আওলাদ হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আহত অবস্থায় ভিকিটিম সুফিয়া খাতুনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply