1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

ধামরাইয়ে শহীদ ফয়সাল উদ্দিন হাশমি’র স্মরণে সভা

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ ফয়সাল উদ্দিন হাশমি’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ স্বরণ সভা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে বিএনপি কে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শহীদ ফয়সাল উদ্দিন হাশমির হত্যার বিচার ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের আওতায় আনা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী প্রমুখ। শহীদ ফয়সাল উদ্দিন হাশমির স্বরণ সভাশেষে তার জন্য দোয়া ও মোনাজাত করা হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :